মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আন্দিউড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুর রহমানকে গ্রেফতার করায় আনন্দ মিছিল করেছেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। গত সোমবার দুপুরে উপজেলা পরিষদে সমন্বয় সভায় শেষে বের হওয়ার সময় তাঁকে গ্রেফতার করা হয়। পরে মাধবপুর পৌর বিএনপির নেতা-কর্মীরা শহরে আনন্দ মিছিল করেন। পুলিশ ও স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মাধবপুর উপজেলা পরিষদের সমন্বয় সভা ছিল। সভায় আন্দিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে যোগ দেন আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান। এ খবর পৌঁছে যায় স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের কাছে। পরে উপজেলা সমন্বয় সভা শেষ করে বের হলে আতিকুরকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় মাধবপুর পৌর বিএনপির সভাপতি গোলাপ খান ও সাধারণ সম্পাদক আলাউদ্দিনের নেতৃত্বে শহরে আনন্দ মিছিল করা হয়। মিছিল থেকে আতিকুর রহমান ও আওয়ামী লীগের বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়। বিএনপি নেতা গোলাপ খান বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চেয়ারম্যান আতিকুর রহমান এলাকার মানুষকে নানা ভাবে নির্যাতন করেছেন। বিশেষ করে বিএনপির নেতা-কর্মীরা এই নির্যাতনের শিকার হয়েছেন। তাঁর বিচার চান এলাকার মানুষ। তাঁকে গ্রেফতার করায় আমরা অনেক খুশি। যে কারণে এই আনন্দ মিছিল করি আমরা।’ মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুলাহ আল মামুন বলেন, আতিকুর রহমানের বিরুদ্ধে দুই থেকে তিনটি মামলা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাঁর নেতৃত্বে উপজেলার নানা স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও মারামারির ঘটনা ঘটে। এসব ঘটনায় মাধবপুর থানায় তিনটি মামলা হয়েছে। মাধবপুর থানার মামলায় তিনি জামিনে থাকলেও অন্য দুই মামলায় তিনি পলাতক ছিলেন।
Leave a Reply