নিজস্ব প্রতিনিধি ॥ বানিয়াচংয়ের সাধারণ কৃষক শ্রমিক জনতার আয়োজনে হাওরে বজ্রপাত প্রতিরোধে লাইটনিং এ্যারোস্টার স্থাপন ও আশ্রয়ঘর নির্মানের দাবীতে মানববন্ধন করা হয়েছে। গতকাল বড়বাজার শহীদ মিনারে মানববন্ধন শেষে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। বক্তারা কৃষকের নিরাপত্তা নিশ্চিত করনের দাবি জানান। বক্তারা বলেন, কোনো প্রতিকারের ব্যবস্থা না থাকায় বানিয়াচংয়ে বজ্রপাতের প্রকোপ আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এ প্রাকৃতিক দুর্যোগে ইতিমধ্যে অনেক নিরীহ মানুষের প্রাণহানী ঘটেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি ও গবাদিপশুর খামারসহ অন্যান্য সম্পদ। বিশেষ করে মাঠে কর্মরত কৃষক, বিদ্যালয়ে যাতায়াতরত ছাত্রছাত্রী এবং উন্মুক্ত স্থানে অবস্থানরত জনগণের মধ্যে জীবনহানির ঝুঁকি সবচেয়ে বেশি। কিছুদিন আগেও বানিয়াচং উপজেলায় একজন কৃষক বজ্রপাতে নিহত হয়েছেন। বিগত বছর বানিয়াচং উপজেলায় ৪ জন মানুষ বজ্রপাতে মৃত্যু বরন করেছেন, তারমধ্য ৩ জনই কৃষক। একজন জেলে। বক্তারা নিম্নোক্ত দাবিগুলো বিশেষভাবে উল্লেখ করেন। বানিয়াচং উপজেলার বিভিন্ন হাওরে বজ্রনিরোধক লাইটনিং এ্যারোস্টার স্থাপন ও উন্মুক্ত মাঠে চাষের জমি ও হাওর এলাকায় নিরাপদ আশ্রয়ঘর নির্মান। বক্তারা উপরোক্ত বিষয়গুলো দ্রুত বিবেচনায় এনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান। এতে প্রাণহানী ও সম্পদের ক্ষতি প্রতিরোধ করা সম্ভব হবে। কৃষক মোহাম্মদ সাদিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষক দেওয়ান শোয়েব রাজা, নকিব ফজলে রকিব মাখন, ইমদাদুল হোসেন খান, তৌহিদুর রহমান পলাশ, মুক্তাদির হোসেন শেবুল, মোহিত মিয়া, জহিরুল ইসলাম সুমন, তাইজুল ইসলাম, মোজাক্কের হোসেন মাসুম, তাজুল ইসলাম, মোহাম্মদ শাকীল, এখলাছ মিয়া, এনামুল হক, আবুল কালাম, সফুল মিয়া, মোবাশ্বির আহমেদ, নাজির উদ্দিন প্রমুখ।
Leave a Reply