মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে আশিকুল ইসলাম জনি (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী বেজুড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। সে আন্দিউড়া ইউনিয়নের সুলতানপুরে একটি হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করত। জনির পরিবারের দাবি, তাকে বিষ প্রয়োগ করা হয়েছে। আশিকুল ইসলামের পিতা মিজানুর রহমান জানান, গত ২৩ এপ্রিল সকালে তার ছেলে জনি মাদ্রাসায় ব্যথায় ছটপট করতে তাকে। তখন মাদ্রাসার শিক্ষক হাফেজ মাহবুব ছেলেকে নিয়ে সকালে তার বাড়িতে আসেন। অবস্থা খারাপ দেখে দ্রুত মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ছয় দিন চিকিৎসাধীন থাকার পর ২৯ এপ্রিল জনি মারা যায়। ৩০ এপ্রিল তাকে বেজুড়া গ্রামে দাফন করা হয়েছে। জনির পিতার অভিযোগ, তার ছেলের মৃত্যুর জন্য বড় হুজুর আল আমিন দায়ী। মাদ্রাসা শিক্ষক আল আমিনের বিরুদ্ধে তিনি আইনের আশ্রয় নেওয়ার কথা জানিয়েছেন। মাদ্রাসা শিক্ষক হাফেজ আল আমিন বলেন, সকালে মাদ্রাসা থেকে ফোন করে জানানো হয় জনি অসুস্থ। ফোন পেয়ে জনিকে জিজ্ঞাসা করলে সে জানায় তার মাথা ব্যথা। তখন একজন শিক্ষককে দিয়ে জনিকে তার বাড়িতে পাঠানো হয়। এখন জনির পিতা মিথ্যা অভিযোগ তুলছেন। সে কীভাবে মারা গেছে তদন্ত করলেই সত্য বের হয়ে আসবে।
Leave a Reply