চুনারুঘাট প্রতিনিধি ॥ মহান মে দিবস উপলক্ষে চুনারুঘাট উপজেলা সিএনজি মালিক শ্রমিক সমিতির উদ্যোগে এক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় চুনারুঘাট ডিসিপি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে একটি র্যালি শুরু হয়। র্যালিটি চুনারুঘাট পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মধ্য বাজারে এসে শেষ হয়। উক্ত র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ নুর আলম, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি ফারুক উদ্দিন চৌধুরী, ব্যবসায়ী নেতা তোতা মিয়া। এছাড়াও র্যালিতে সার্জেন্ট মঞ্জু মিয়া সহ সিএনজি মালিক ও শ্রমিক সমিতির বিপুল সংখ্যক নেতৃবৃন্দ ও সদস্য অংশগ্রহণ করেন। র্যালি শেষে চুনারুঘাট মধ্য বাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা মে দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান। তারা ঐক্যবদ্ধভাবে শ্রমিকদের অধিকার আদায়ের জন্য সর্বদা প্রস্তুত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় বক্তারা চুনারুঘাটের সিএনজি মালিক ও শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়েও আলোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।পুরো অনুষ্ঠান জুড়ে শ্রমিক ও মালিক পক্ষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
Leave a Reply