স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আশরাফুল আলম সবুজ (৪৫), আলফু মিয়া (৩২), সুজন মিয়া (৩৮), তুহিন মিয়া (৩৫), সাজাপ্রাপ্ত আব্দুল আহাদ (৩৬)। গ্রেফতারকৃতদের শনিবার (৩ মে) দুপুরে আদালতে সোপর্দ করা হয়। এর আগে অভিযানটি পরিচালিত হয় গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত। পুলিশ জানায়, গ্রেফতার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং তাদের বিরুদ্ধে চুরি, নারী নির্যাতন ও মারামারি বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম সাহাবুদ্দিন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, জেলার আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতাার হওয়া আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply