সোমবার, ১৯ মে ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন

নিখোঁজ মুফতি শাইখুলের সন্ধান চায় শায়েস্তাগঞ্জ কওমী উলামা পরিষদ

নিখোঁজ মুফতি শাইখুলের সন্ধান চায় শায়েস্তাগঞ্জ কওমী উলামা পরিষদ

শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ সাকসেস কম্পিউটার ট্রেনিং সেন্টারের অফিসে শায়েস্তাগঞ্জ কওমী উলামা পরিষদ এর উদ্যোগে শুক্রবার (০২ মে) রাত ৯টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে শায়েস্তাগঞ্জ কওমী উলামা পরিষদ এর আহ্বায়ক বলেন, মুফতি শাইখুল ইসলাম এর সন্ধান ও অপহরণকারীদের চিহ্নিত করণ পাশাপাশি তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানান। এখনো সন্ধান মিলেনি ঢাকা বনশ্রী কুঞ্জবন এলাকার মসজিদে মনোয়ারের ইমাম ও তানজিয়াতুল উম্মা আল ইসলামিয়া মাদরাসার পরিচালক মুফতি মোহাম্মদ শাইখুল ইসলাম। গুম হওয়া মুফতি মোহাম্মদ শাইখুল ইসলাম হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার আব্দুস সামাদের ছেলে। জানা যায় বিগত কয়েকদিন আগে মসজিদ কমিটি আকষ্মিকভাবে ইমাম পদ থেকে তাকে অব্যহতি প্রদান করে। এরপর থেকে মসজিদ এলাকায় পক্ষে-বিপক্ষে নানা ধরনের প্রতিক্রিয়া চলতে থাকে। গেল মঙ্গলবার উভয়পক্ষ বসার কথা থাকলেও মসজিদ কমিটি উপস্থিত হয় নাই। তারপর বৃহস্পতিবার বসার কথা ছিল উভয় পক্ষের। কিন্তু বৃহস্পতিবার ১ মে দুপুর তিনটা থেকে নিখোঁজ মুফতি মোহাম্মদ শাইখুল ইসলাম। বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে মোবাইল বন্ধ দেখাচ্ছে এবং পরিচিত কোন জায়গাতে পাওয়া যাচ্ছে না। তার পরিবারের দাবি মসজিদ কমিটি গুমের সাথে জড়িত। ইতিমধ্যে তার পরিবার রামপুরা থানায় জিডি করেছেন। গুম হওয়া মুফতি শায়খুল ইসলামের সন্ধান পেতে প্রশাসনের সহযোগিত কামনা করেন।-প্রেস বিঞ্জপ্তি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com