সোমবার, ১৯ মে ২০২৫, ১০:৫০ অপরাহ্ন

মাধবপুরে বাঘাসুরা  চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান হদিস নেই

মাধবপুরে বাঘাসুরা  চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান হদিস নেই

মাধবপুর( হবিগঞ্জ)  প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন জারু মিয়া ইউনিয়ন পরিষদে আসেননা প্রায় একনাগাড়ে ৬/৭ মাস ধরে।তার ব্যক্তিগত খামখেয়ালিপনার কারনে বাঘাসুরা ইউনিয়নের হাজারো মানুষ বিভিন্ন জরুরি সেবা থেকে চরমভাবে  বঞ্চিত হচ্ছে।জন্মমৃত্যু সনদ,নাগরিক সনদ,ওয়ারিশান সনদ সর্বোপরি সরকারের বিভিন্ন উন্নয়ন কাজ থমকে গেছে।চেয়ারম্যানের এহেন দায়িত্বহীন কাজের জন্যসাধারণ মানুষকে চরম মাশুল দিতে হচ্ছে। ইউনিয়ন পরিষদ ম্যানুয়াল অনুযায়ী চেয়ারম্যান কোন কারনে অনুপস্থিত থাকলে পূর্ব থেকে নির্ধারিত প্যানেল চেয়ারম্যান চলতি দায়িত্ব পালন করবেন।ভুক্তভোগীদের অভিযোগ প্যানেল চেয়ারম্যান তাজুল ইসলাম মহালদার ও শামসুল ইসলাম তারা দুজনও চেয়ারম্যানের পথেই হাটছেন।তারা ভুলেও ইউনিয়ন পরিষদে যান না।এসব কারনে সাধারণ মানুষের মধ্যে তাদের নিয়ে চরম বিদ্বেষ দেখা দিয়েছে।দায়িত্ব অবহেলা চেয়ারম্যানের চিরাচরিত নিযমে পরিণত হয়েছে।বিগত আওয়ামীলীগ সরকারের আমলে তিনি ছিলেন আরো বেপরোয়া। সরকারের এক মন্ত্রীর সাথে তার বিশেষ সখ্যতা ছিল বেশি।
বাঘাসুরা ইউনিয়নের বাসিন্দা আক্তার হোসেন জানান,জনসেবা করার জন্য জনগণ জনপ্রতিনিধি নির্বাচিত করেন।কারন সরকারের গুরুত্বপূর্ণ সেবা প্রতিষ্ঠান হচ্ছে ইউনিয়ন পরিষদ।কিন্তু বাঘাসুরা ইউপি চেয়ারম্যান এবং তার অনুগত মেম্বাররা অনুপস্থিত।
ইউপি সদস্য নিজাম উদ্দিন বলেন,জুলাই আগস্টে বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের সময় চেয়ারম্যান সাহাব উদ্দিন ও মেম্বার তাজুল ইসলাম মহালদার ও শামসুল ইসলাম ছাত্র আন্দোলনের বিরোধীতা করে বিভিন্ন নাশকতা মূলক কাজে জড়িত ছিল।এ কারনে তাদের বিরুদ্ধ অনেক মামলা হয়েছে।এ কারনে ৫ আগস্টের পর থেকে তারা পলাতক।
তাদের কারনে আজ মানুষের সীমাহীন ভোগান্তি বেড়েছে।তাদের অপসারণ করে নতুন কাউকে দায়িত্ব অর্পণ করতে সরকারের নিকট দাবি করছি।
মাধবপুর উপজেলা নিঁর্বাহী অফিসার জাহিদ বিন কাসেম বলেন,যে কোন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যদি সঠিকভাবে তার ওপড় অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন না করে তার বিরুদ্ধে সরকার অবশ্যই বিধি অনুসারে ব্যবস্থা নিবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com