বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগর দক্ষিণ এর সাবেক সভাপতি ও গাজীপুরের মসজিদের ইমাম মাওলানা রইস উদ্দিন হত্যার বিচার দাবীতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্র ঘোষিত সারাদেশে অবরোধ কর্মসুচির অংশ হিসেবে গতকাল ৫ মে (সোমবার ) সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ, ঢাকা – সিলেট মহাসড়কে ফ্রন্ট, সেনা ও আহলে সুন্নাত যথাযথ ভাবে অনুরোধ ও বিক্ষোভ মিছিল করেছে। অবরোধে নেতৃত্ব দেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হবিগঞ্জ জেলা সভাপতি মোঃ জালাল উদ্দীন, সেক্রেটারী আবুল কাশেম ও যুবসেনা জেলা সভাপতি ডাঃ আব্দুল কাদির । উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট, যুবসেনা ও আহলে সুন্নাত ওয়াল জামাতের জেলা এবং বিভিন্ন উপজেলা নেতা কর্মীগণ।
নেতৃবৃন্দ বলেন দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। প্রশাসন যদি বিচারকার্য নিয়ে গড়িমসি করে তাহলে সারা বাংলাদেশ অচল করে দেওয়ার হুশিয়ারী উচ্চারণ করেন।
উল্লেখ্য গত ২৭শে এপ্রিল সকালে ইমামের কক্ষ থেকে ডেকে নিয়ে মব সৃষ্টি করে শারীরিক নির্যাতন, হামলা করে, পরে পুলিশ তাঁকে আটক করে থানা হেফাজতে নিয়ে আদালতে পাঠায় এবং আদালত তাঁকে কারাগারে প্রেরণ করে একইদিন রাতে সে মৃত্যুবরণ করেন।
Leave a Reply