নিজস্ব প্রতিনিধি: আজমিরীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম এর আমন্ত্রণে আজমিরীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোজ সোমবার রাত ৮ টায় থানার অফিসার ইনচার্জের অফিস কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা প্রেসক্লাব এর সভাপতি স্বপন বণিক, সা,সম্পাদক মোঃ আবুহেনা, এ ছাড়া শরীফউদ্দিন পেশোয়ার, ফরহাদ চৌধুরী, বি,কে ব্যানার্জী, সোহেল রানা, আশিকুর রহমান, এনামূল হক মিলাদ, সেন্টু আহমেদ জিহান, কনৌজ কান্তি ব্যানার্জী, কাওছার আহমেদ, সাইদুল ইসলাম বাহার, আলমগীর মিয়া, রিয়াদ হোসেন, আমিনুল ইসলাম আপন, রনি পারভেজ, আব্দুল মজিদ, ঝুমন মোড়ল, লালন পারভেজ সহ এলাকার স্থানীয় ও জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের সদস্যরা সদ্য যোগদানকৃত থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সাক্ষাৎকালে নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব ধরণের অপরাধ কমে যাবে। সাংবাদিকরা সমাজের জন্য কাজ করেন কলম দিয়ে আমরা কাজ করি অস্ত্র দিয়ে, পুলিশ সাংবাদিক এক হয়ে কাজ করলে সমাজ থেকে বেশিরভাগ অপরাধ নির্মূল করা সম্ভব হবে। তিনি আরও বলেন, পুলিশ জনগণের বন্ধু। আর জনগণের বন্ধু হিসেবে আমি কাজ করতে চাই। এ ক্ষেত্রে চাই সকলের সহযোগিতা বিশেষ করে সাংবাদিকদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।
Leave a Reply