মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার গঙ্গানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০ বছর শিক্ষকতা জীবন শেষ করে জাহানারা বেগম অশ্রুসিক্ত নয়নে গতকাল অবসরে গেলেন। তার অবসর জীবনকে স্মরণীয় করে রাখতে গতকাল মঙ্গলবার গঙ্গানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা সভা অনুষ্টিত হয়েছে। বিদায়ী শিক্ষিকা জাহানারা বেগম বিদায় সংবর্ধনা সভায় আবেগ জড়িত কন্ঠে বলেন, রাত শেষে সকাল হলেই বিদ্যালয়ে যাওয়ার জন্য আমি চটপট করতাম। কারন বিদ্যালয়ে এলে আমি যেন ফুলের শৌরভ অনুভব করতাম। কিš‘ এখন আমি আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদের ছেড়ে অসহায় বোধ করছি। সবার মধ্যে ছিলাম, ভাল ছিলাম। আপনাদের ছেড়ে যেতে আমার কষ্টে হ”েছ। বিদায়ী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার জাকিরুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার কবির হোসেন, সাবেক প্রধান শিক্ষক দিলরুবা, ¯’ানীয় নেতৃবৃন্দ, সাবেক ছাত্রছাত্রীগণ।
Leave a Reply