মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে অবৈধ বালু ও মাটি উত্তোলনের অভিযোগে যৌথবাহিনী উপজেলার আলাকপুর, চৌমুহনী, জগদীশপুর অভিযান চালিয়ে দু,ব্যক্তিকে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করেন। তারা মাধবপুর উপজেলার আলাকপুর গ্রামের আফতাবুল আশরাফের ছেলে মোঃ সবুজ মিয়া (২৮)। নওগাঁ জেলার জাম্বুরিয়া থানার কানাইসন্দিন গ্রামের কামাল মিয়ার ছেলে মেহেদী হাসান (২৬)। মাধবপুর সহকারী কমিশনার ( ভুমি) মুজিবুল ইসলাম জনান, এ চক্রটি গোপনে সরকারি ও বেসরকারি জায়গা হতে চোরাই পথে মাটি বালু পাচারের সাথে জড়িত ছিল। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশকে সাথে নিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে মেহেদী হাসানকে ১, লাখ এবং সবুজ মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
Leave a Reply