লাখাই সংবাদদাতা ॥ লাখাই উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে মোড়াকরি ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক খোকন সহ ৩ জনকে গ্রেফতার করেছে। থানা সুত্রে জানা যায় গতকাল শুক্রবার দুপুরে হবিগঞ্জ সদর থানার পুলিশ ও লাখাই থানা পুলিশের সার্বিক সহযোগিতায় অভিযানে ছিলেন লাখাই থানার এ এস আই আনোয়ারুল হক কে সাথে নিয়ে মোড়াকরি ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মৃত নুর মিয়ার ছেলে যুবলীগ নেতা খোকন মিয়া (৪২) কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলীর সাথে যোগাযোগ করলে তিনি অভিযানে যুবলীগ নেতা খোকনের গ্রেফতারে বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে পুলিশের উপ পরিদর্শক আক্তারুজ্জামান, নুরুল ইসলাম মুন্সী, বৃহস্পতিবার দিবাগত রাতে গুনিপুর ও সাতাউক গ্রামে অভিযান চালিয়ে গুনিপুর গ্রামের জলাই মিয়ার ছেলে জসিম মিয়া (৪৫) ও সাতাউক গ্রামের মিয়াধন মিয়ার ছেলে সুমন মিয়া (২৩) কে গ্রেফতার করা হয়েছে।
Leave a Reply