নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে দৈনিক মানবজমিন-এর স্টাফ রিপোর্টার এম এ বাছিতের পিতা, শতবর্ষী প্রবীণ মুরব্বি আলহাজ্ব মোঃ লাল মিয়া তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৯ মে) দিবাগত রাত সাড়ে ১১টায় নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ১০১ বছর। তিনি স্ত্রী, পুত্র-কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার (১০ মে) দুপুর ২টায় কুর্শি ইউনিয়নের এনাতাবাদ ধনাইবাড়ি কবরস্থান মাঠে মরহুম আলহাজ্ব মোঃ লাল মিয়া তালুকদারের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে আলহাজ্ব মোঃ লাল মিয়া তালুকদারকে পারিবারিক কবরস্থানে তাঁর পিতা নছিব উল্যা তালুকদার ও বড় ছেলে রফু তালুকদারের কবরের পাশে সমাহিত করা হয়। জানাজার পূর্বে মরহুমের স্মৃতিচারণ ও মাগফেরাত কামনায় দোয়া চেয়ে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়া, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমদ চৌধুরী, কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ এবং নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমদ চৌধুরী। নবীগঞ্জ প্রেসক্লাব, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
Leave a Reply