বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার সন্ধ্যা ৬টার টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের ঘোষপাড়া এলাকা থেকে ইয়াবাসহ মাসুম বিল্লাহ (৪২) নামে একজনকে গ্রেফতার করা হয়। সে বরগুনা জেলার তালতলী উপজেলার হাড়িপাড়া গ্রামের আলতাব হোসেনের ছেলে। এর কিছুক্ষণ পরেই একই এলাকা থেকে ইয়াবাসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার আলাদাউদপুর গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে অহিদ মিয়া (৬০) কে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃতদের বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিলেট সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
Leave a Reply