সোমবার, ১৪ Jul ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন

তামাক ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রনে রাখায় সম্মাননা পেয়েছে হবিগঞ্জ পৌরসভা

তামাক ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রনে রাখায় সম্মাননা পেয়েছে হবিগঞ্জ পৌরসভা

 

স্টাফ রিপোর্টার ॥ তামাক ও তামাকজাত দ্রব্যের ব্যবহার কমানোর জন্য স্থানীয় সরকার বিভাগের তামাক নিয়ন্ত্রণ গাইডলাইন বাস্তবায়নে বিভিন্ন কার্যক্রম গ্রহনের জন্য বিশেষ অবদান রাখায় সারা দেশের সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম সেরা বিবেচিত হওয়ায় স্বাস্থ্য মন্ত্রনালয়ের জাতীয় তামাক নিয়ন্ত্রন সেল কর্তৃক হবিগঞ্জ পৌরসভাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। ৩১ মে ২০২৫ খ্রি, তারিখে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় তামাক নিয়ন্ত্রন দিবস উপলক্ষে এক আলোচনা সভা শেষে স্বাস্থ্য মন্ত্রনালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে সম্মাননা পত্র ও ক্রেষ্ট তুলে দেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা ও হবিগঞ্জ পৌরসভার তামাক নিয়ন্ত্রন কার্যক্রমের ফোকালপার্সন মো: জাবেদ ইকবাল চৌধূরীর নিকট। উক্ত অনুষ্ঠানে মোট ৯ টি ক্যাটাগরিতে তামাক নিয়ন্ত্রনে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। স্থানীয় সরকার প্রতিষ্টানের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম মূল্যায়নে হবিগঞ্জ পৌরসভা এ সম্মাননা লাভ করে। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রনালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী) ডা. মো: সায়েদুর রহমান, মৎস্য ও প্রানিসম্পদ উপদেষ্ঠা ফরিদা আখতার, বিভিন্ন মন্ত্রনালয়ের সচিবগণ, বিশ^ স্বাস্থ্যসংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। হবিগঞ্জ পৌরসভার তামাক নিয়ন্ত্রনের উল্লেখযোগ্য কাজগুলো ছিল পৌরসভার লাইসেন্সকৃত প্রতিটি টমটমের গায়ে তামাক বিরোধী স্লোগান প্রচার, টমটম চালকদের ধূমপান না করার শপথ করানো, পৌরকর, পানির বিল, ট্রেড লাইসেন্সের কপিতে তামাক বিরোধী স্লোগান প্রচার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তামাক বিরোধী পোষ্টার, ব্যনার, লিফলেট বিতরন, শিশুদের মাঝে তামাক বিরোধী মনোভাব তৈরীর জন্য চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন, পথশিশুদের ধুমপান ও তামাকের হাত থেকে রক্ষা করতে বিনোদন ও প্রণোদনামূলক কার্যক্রম গ্রহন। মূলত: হবিগঞ্জ পৌরসভার তামাক বিরোধী এ সকল কার্যক্রম সমস্বয় ও বাস্তবায়নে অগ্রনী ভূমিকা পালন করেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা ও হবিগঞ্জ পৌরসভার তামাক বিরোধী কার্যক্রমের ফোকাল পার্সন মো: জাবেদ ইকবাল চৌধুরী। ঊল্লেখ্য, ইতোপূর্বে ২০২৩ সালে হবিগঞ্জ পৌরসভা জনপ্রশাসন পদক ও সিলেট বিভাগের সেরা কর আদায়কারী প্রতিষ্ঠান হিসেবে পুরষ্কার লাভ করার গৌরব অর্জন করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com