চুনারুঘাট সংবাদদাতা ॥ চুনারুঘাটে পুকুরের পানিতে ডুবে দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (৩১ মে) বিকাল ৩ টায় উপজেলার ১০নং মিরাশি ইউনিয়নের বড়াব্দা গ্রামে এই ঘটনাটি ঘটেছে। মৃত শিশুরা হলেন- ওই গ্রামের মোঃ আরজু মিয়ার ছেলে মোঃ নবী (৬), তার মেয়ে মোছাঃ সাদিয়া (৯)। নিহতের পিতা আরজু মিয়া জানান, সাদিয়া ও নবী দুপরের দিকে বাড়ির উঠানে খেলা করছিল, হঠাৎ সকলের অগোচরে বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়। অনেক খোজাখুজির পর তাদের পুকুরে ভাসতে দেখে তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে চুনারুঘাট সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ মৃত্যুর বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাম্মেল হোসেন।
Leave a Reply