মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে দূর্ধর্ষ মাদক ব্যবসায়ী সাকিবের আস্তানায় সেনাবাহিনী অভিযান দিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার উদ্ধার করেছে। গতকাল রবিবার (১ জুন) ভোর ৫ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাধবপুর সেনা ক্যাম্পের কমান্ডার এর নেতৃত্বে একটি দল উপজেলার সোয়াবই গ্রামে ফুয়াদ হাসান সাকিব(৩৬) এর অপরাধী কার্যক্রমের আস্তানায় অভিযান পরিচালানা করে। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয় অর্ধ ডজন মামলার আসামী ফুয়াদ হাসান সাকিব পালিয়ে যায়। সাকিবের সেকেন্ডইন কমান্ড একই গ্রামের জোনাব আলীর পুত্রকে ধরতে তার ভাগ্নে মাজহারুল ইসলাম রাব্বির বাড়িতে তল্লাশি চালিয়ে বাথরুমের উপর থেকে একটি বন্দুক (ঝগক ই২), ৩ টি গুলি ও ১৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেন। উদ্ধারকৃত অস্ত্র ও ফেনসিডিল মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা’র নিকট হস্তান্তর করা হয়েছে বলে সেনা কমান্ডার নিশ্চত করেছেন। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply