নিজস্ব প্রতিনিধি ॥ বাহুবলে বোনের বাড়িতে যাওয়ার পথে অটোরিকশা চালক কর্তৃক এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক অভিযুক্ত দুজনকে আটক করেছে বাহুবল মডেল থানার পুলিশ। শনিবার (৩১ মে) উপজেলার সদর ইউনিয়নে গোহারুয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। আটককৃতরা হলেন- ৪নং সদর ইউনিয়নের হাবিজপুর গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে অটোরিকশা চালক মো. ওয়ারিছ মিয়া (২৫) এবং তার চাচাতো বোনের স্বামী একই ইউনিয়নের গোহারুয়া গ্রামের মৃত ছন্দু মিয়ার ছেলে মো. তাজুল ইসলাম (৩৫)। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে একই উপজেলার চন্দনিয়া এলাকার মৃত আকল মিয়ার কিশোরী মেয়ে (১৬) বোনের বাড়ি উপজেলার ভাদেশ্বর গ্রামে যাওয়ার জন্য ওয়ারিছের অটোরিকশায় ওঠে। কিন্তু চালক ওয়ারিছ ভাদেশ্বর গ্রামে না গিয়ে অন্য রাস্তা দিয়ে কিশোরীকে নিয়ে যান। কিশোরী তখন বোনের বাড়ির রাস্তা চিনতে পারেনি। অন্যদিকে সন্ধ্যাও ঘনিয়ে আসে। চালক তখন কিশোরীকে গোহারুয়া গ্রামে নিজের চাচাতো বোনের বাড়িতে নিয়ে যান। সেখানে রাতভর কিশোরীকে ধর্ষণ করেন ওয়ারিছ ও তার চাচাতো বোনের স্বামী তাজুল। শনিবার রাত ১০টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনান্থলে যায়। বিস্তারিত জেনে রাত ২টায় ভাদেশ্বর থেকে অটোরিকশা চালক ওয়ারিছকে ও রাত ৩টার দিকে তার চাচাতো বোনের স্বামী তাজুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় কিশোরীর বোনের স্বামী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য কিশোরীকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, শনিবার রাত ১০টায় সংবাদ পাওয়ার সাথে সাথে আমি নিজে অভিযানে নেমে পড়ি। অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করেছি।
Leave a Reply