সোমবার, ১৪ Jul ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন

আজমিরীগঞ্জে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের  পৃথক অভিযানে এক বিক্রেতা আটক 

আজমিরীগঞ্জে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের  পৃথক অভিযানে এক বিক্রেতা আটক 

নিজস্ব প্রতিনিধি: আজমিরীগঞ্জে হবিগঞ্জের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে চন্দ্রনাথ মাৎস্য দাস (২৭) নামে এক বিক্রেতাকে আটক করা হয়েছে। অভিযান চলাকালীন সময়ে হরিলাল দাস (৩৮) নামে অপর বিক্রেতা পালিয়ে যায়। একই সময় চন্দ্রনাথের নিকট থেকে ৪০০ গ্রাম ও হরিলালের বাড়ি থেকে মাদক বিক্রির ৩ লক্ষ ৩৫ হাজার ১০০ টাকা ও ৩ কেজি গাঁজা জব্দ করা হয়। গত সোমবার যথাক্রমে দুপুর ১২ টায় ও বিকাল সাড়ে ৩ টায় এ ঘটনা ঘটে। এরা হল যথাক্রমে  পৌরসভাধীন নয়ানগর গ্রামের সুরেশ চন্দ্র দাসের পুত্র ও বদলপুরের চরনোয়াহাটি গ্রামের শ্রীকান্ত দাসের পুত্র। এ ঘটনায় হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মীরা রানী দেবী বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯ (ক) ধারায় আজমিরীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়,  হবিগঞ্জের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মীরা রানী দেবী ও বিভাগীয় সহকারী উপ পরিদর্শক রতন চন্দ্র গোস্বামী যৌথভাবে গত সোমবার আজমিরীগঞ্জে মাদকসেবী ও বিক্রেতাদের বিরুদ্ধে পৃথক অভিযান
পরিচালনা করেন। এ সময় পুলিশের একটি টিম সহযোগীতায় ছিলেন।  চালায়। গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন দুপুর ১২ টায় ২নং বদলপুরের পাহাড়পুর গ্রামের অদূরে চরনোয়াহাটির বাসিন্দা শ্রীকান্ত দাসের পুত্র ও গাঁজা বিক্রেতা হরিলাল দাস (৩৮)এর বাড়ি থেকে মাদক বিক্রির ৩ লক্ষ ৩৫ হাজার ১০০ টাকা ও ৩ কেজি গাঁজা জব্দ করা হয়। পুলিশের অস্তিত্ব টের পেয়ে ওই বিক্রেতা পালিয়ে যায়। অপরদিকে, একই দিন বিকাল ৩ টায় আজমিরীগঞ্জ পৌরসভাধীন শরীফনগর নতুন বাড়ির চিহ্নিত মাদকসেবী ও বিক্রেতা মালডুবার বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ি থেকে ১ নং আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের নয়ানগর গ্রামের
চন্দ্রনাথ মাৎস্য দাস (২৭) নামক এক বিক্রেতাকে আটক করে। পর তার নিকট থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে হবিগঞ্জ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মীরা রানী দেবী বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com