মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫-এর সমাপনী অনুষ্ঠান। গতকাল মঙ্গলবার (৩ জুন) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ইমরুল হাসান জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আল মামুন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার,উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম , শিশু বিশেষজ্ঞ ডা রাজীব চক্রবর্তী। আলোচনায় বক্তারা বলেন, পুষ্টি একটি সুস্থ জীবনের ভিত্তি। শিশু থেকে শুরু করে প্রবীণ পর্যন্ত সবার জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হবে। পরিবার ও সমাজ পর্যায়ে পুষ্টি সম্পর্কে সচেতনতা বাড়ানো জরুরি। অনুষ্ঠান শেষে দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী ও মাদ্রাসার ছাত্রদের মাঝে পুষ্টিকর ফল বিতরন করা হয় এবং শিক্ষার্থীদের চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply