সোমবার, ১৪ Jul ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন

নবীগঞ্জে রাস্তার পাশে পশুর হাট, জনদুর্ভোগ চরমে

নবীগঞ্জে রাস্তার পাশে পশুর হাট, জনদুর্ভোগ চরমে

নবীগঞ্জ পৌরসভার ছালামতপুরে নির্ধারিত পশুর হাটের পাশাপাশি নবীগঞ্জ-শেরপুর সড়ক সংলগ্ন স্থানে হাট বসানোয় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে সাধারণ মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। এক ঘণ্টার পথ অতিক্রম করতে লেগেছে পাঁচ মিনিটের জায়গায় ঘণ্টারও বেশি সময়। ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, বিষয়টি দেখার যেন কেউ নেই।

সূত্রে জানা গেছে, নবীগঞ্জ পৌর পশুর হাটটি চলতি বছর ইজারা না হওয়ায় পৌর কর্তৃপক্ষ নিজ ব্যবস্থাপনায় হাট পরিচালনা করছিল। তবে কোরবানির ঈদ সামনে রেখে এক মাসের জন্য ইজারা দেয়ার উদ্যোগ নেওয়া হয়। প্রথম দিন ইজারা না উঠলেও পরবর্তীতে ভ্যাটসহ ১৯ লাখ টাকায় হাট ইজারা দেওয়া হয়।

গত শুক্রবার (৩ জুন) ছিল ইজারাদারদের প্রথম বাজার। নির্ধারিত স্থানে পশু ধারণের জায়গা সংকুলান না হওয়ায় তারা সড়কের পাশ পর্যন্ত হাট সম্প্রসারণ করেন। ফলে উভয় পাশে দাঁড়িয়ে থাকা গরুবোঝাই পিকআপ, সিএনজি ও অন্যান্য যানবাহনের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শুভেচ্ছা কমিউনিটি সেন্টার থেকে ছালামতপুর বাস টার্মিনাল পর্যন্ত স্বাভাবিক সময়ে ৫ মিনিটের পথ পাড়ি দিতে লেগেছে এক ঘণ্টা। এই ভোগান্তিতে অতিষ্ট হয়ে পড়েছেন সাধারণ মানুষ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com