সোমবার, ১৪ Jul ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন

মাধবপুর ফুটপাত দখল করে ব্যবসা ॥ অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

মাধবপুর ফুটপাত দখল করে ব্যবসা ॥ অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর ব্যস্ততম বাজারে রাস্তা দখল করে দোকান গড়ে তুলায় উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ বিন কাশেম ও সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হুমায়ূন কবিরের নেতৃত্বে গতকাল সকালে মাধবপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বাজারে কাপড় গলি মোদক গলি রিক্সা গলির সাধারণ জনগনের চলাচলের রাস্তায় অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনা করায় ১০ জন মার্কেটের মালিক জনপ্রতি ৫হাজার টাকা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। দোকান মালিকরা বাজারের ভেতরের রাস্তা ভাড়া দিয়ে ফুটপাতে বসা ব্যবসায়ীর কাছ থেকে ভাড়া দিয়ে টাকা নিতেন। এর ফলে বাজারে আসা ক্রেতারা বাজারে চলাচল করতে নানা ভোগান্তির মধ্যে পড়তেন। এই সুযোগে ক্রেতা সাধারণের টাকা পয়সা ও মালামাল খোয়া যেত। যেসব দোকান মালিকদের অর্থদন্ড করা হল তারা হলেন, প্রসেনজিৎ সরকার, অসীম রায়, লিটন বনিক, অমর দেবনাথ, তানপল পাল, জগদীশ সরকার, গৌতম দাস, বিকাশ রায়, পরিতোষ মোদক, কৃষ্ণ দাস। এছাড়া যানজট নিরসনে ঢাকা সিলেট মহাসড়কের বাসস্ট্যান্ড সিএনজি স্ট্যান্ডে অভিযান পরিচালনা করা হয় এবং বাজারের ভিতরে পার্কের চলমান কাজ পরিদর্শন করেন। মাধবপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর দুইটি টীম উপস্থিত থেকে অভিযানে সহায়তা করেন। উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ বিন কাশেম বলেন,মাধবপুর বাজার একটি ব্যস্ততম বাজার।এ বাজারে বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ পণ্যসামগ্রী কেনাবেচা করেন। কিন্তু ফুটপাত সমস্যার কারনে বাজার ব্যবসায়ী ও সর্বসাধারণের সমস্যা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com