স্টাফ রিপোর্টার ॥ সাম্প্রতিক সময়ে মিরপুর-শ্রীমঙ্গল সড়কে ডাকাতির ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। এই প্রেক্ষাপটে জননিরাপত্তা নিশ্চিত ও পুলিশি তৎপরতা পর্যবেক্ষণে ৪ জুন বুধবার বিকেলে পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান সরেজমিনে পরিদর্শন করেন বাহুবল থানাধীন কামাইছড়া পুলিশ ক্যাম্প। পরিদর্শনকালে পুলিশ সুপার ক্যাম্পে কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং দায়িত্ব পালনে সততা ও পেশাদারিত্ব বজায় রেখে সড়কে নিরাপত্তা জোরদারের নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “সড়কটিতে জননিরাপত্তা রক্ষায় টহল বৃদ্ধি, সন্দেহভাজনদের গতিবিধির ওপর নজরদারি এবং স্থানীয়দের সঙ্গে সমন্বয় জরুরি।
Leave a Reply