মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের একাধিক মামলার আসামী বেনু মিয়া সেনা অভিযানে আটক হয়েছে। গত রোববার বিকালে উপজেলার মধ্য বেজুড়া তার নিজ বাড়ী থেকে আটক করা হয়। বেনু মিয়ার নেতৃত্বে গত শনিবার ঈদুল আজহার দিনে জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামের কয়েক ঘন্টা ব্যাপি সংঘর্ষ হয়েছিল। এতে মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সহ ৬০/৭০ জন আহত হওয়ার ঘটনায় আওয়ামী লীগ নেতা বেনু মিয়া মেম্বারকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। বেনু মিয়া(৪৫) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার পলাতক আসামী। বেনু মিয়া ওই গ্রামের আদিল হোসেনের ছেলে। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বেনু মেম্বার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন যৌথ অভিযানে বেনুকে আটক করা হয়েছে।
Leave a Reply