জাবেদ তালুকদার ॥ নবীগঞ্জে ক্লু-লেস ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। নবীগঞ্জ থানার এসআই মো. সুমন মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাকে আটক করেন। গ্রেফতারকৃত আসামি হলো চুনারুঘাট উপজেলার শানখালা ইউনিয়নের বাজে শতং এলাকার মৃত ছুরত আলীর পুত্র আক্তার মিয়া (৩৬)। জানা যায়, ২০২৫ সালের ১ মার্চ নবীগঞ্জ থানায় দায়েরকৃত একটি ক্লু-লেস ডাকাতি মামলার (এফআইআর নং-০১/৪২, জি.আর. নং-৪২, ধারা ৩৯৫/৩৯৭ দণ্ডবিধি,পলাতক আসামি ছিল আক্তার মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৫ জুন) রাত ১টার দিকে চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের বাজে শতং গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান।
Leave a Reply