চুনারুঘাট প্রতিনিধি ॥ বাংলাদেশ-ভারত সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে প্রবেশ করার সময় এক ভারতীয় যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার দুপুরে চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্তের মঙ্গলীয়া বাড়ির কাছে ৫৫ বিজিবি’র নিয়মিত টহল দল তাকে আটক করে। আটক যুবকের নাম মিটন দাস (২৪), পিতা জহরলাল দাস, শিলচর টাউন, কাছার, আসাম, ভারত। বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ১৯৫২/২৬-এস এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় তাকে আটক করা হয়। তল্লাশির সময় তার কাছ থেকে ভারতীয় রুপি, বাংলাদেশি টাকা, এক বোতল ভারতীয় মদ, একটি মোবাইল ফোন, ভারতীয় আধার কার্ড, প্যান কার্ড, আইডি কার্ড, দুটি হাতঘড়ি, মানিব্যাগ, মোবাইল চার্জার উদ্ধার করা হয়। সন্ধায় আটককৃতকে আইনানুগ প্রক্রিয়ায় চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ নুর আলম সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply