সোমবার, ১৪ Jul ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন

চুনারুঘাটে বিয়ের দেড় মাসের মাথায় নববধুর লাশ উদ্ধার

চুনারুঘাটে বিয়ের দেড় মাসের মাথায় নববধুর লাশ উদ্ধার

 

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার পাকাপাড়া গ্রামে ইসমত আরা (৩৫) নামে এক নারীর লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। চুনারুঘাট ফায়ার সার্ভিসের একটি দল পুুকুর থেকে লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানিয়েছে তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন এবং গতকাল সোমবার সকালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন। নিহত নারী দেড় মাস আগে সাটিয়াজুরী ইউনিয়নের উসাইনগর গ্রাম থেকে পাইকপাড়া গ্রামে বিয়ে হয়ে এসেছিলেন। তিনি পাকাপাড়া গ্রামের মর্তুজ আলীর স্ত্রী।
নিহতের সৎপুত্র মামুন জানান, তাঁর সৎমা দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। সোমবার সকালে গোসল করতে পুকুরে যান। এ সময় হঠাৎ মৃগীর প্রভাবে পানিতে পড়ে তলিয়ে যান। পরিবারের সদস্যরা পুকুরপাড়ে তার পড়নের কাপড় পড়ে থাকতে দেখে সন্দেহ করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে না পেয়ে চুনারুঘাট ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
তবে এলাকার লোকজন জানিয়েছেন, কিছুদিন ধরে নিহতের সাথে তার তার পরিবারের বনিবনা হচ্ছিল না। বিয়ের সময়ে মরতুজ আলী তার দ্বিতীয় স্ত্রী ইসমত আরাকে বিয়ের সময় জমি দিয়ে ছিলেন এবং এ নিয়ে তার ছেলে মামুন মিয়ার সাথে দ্বন্ধ চলছিল। এলাকায় এমন নানা প্রশ্ন মানুষের মুখে মুখে। এলাকাবাসী বিষয়টি সঠিক তদন্তের মাধ্যমে তাকে হত্যা করা হলে দোষীদের শাস্তি দাবি করেছেন। চুনারুঘাট থানার ওসি নুর আলম বলেন, পুলিশ পাঠানো হয়েছে, পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য পুলিশ কাজ করছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com