বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্টে নিহত সকল শহীদদের স্মরণে জার্মানিতে মিলাদ মাহফিল ও শোকসভার আয়োজন করেছে বার্লিন আওয়ামী লীগ। সোমবার সন্ধ্যা ৬টায় বার্লিনের একটি মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়
শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খান। প্রধান বক্তা ছিলেন জার্মান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রুবেল। সভায় সভাপতিত্ব করেন বার্লিন আওয়ামী লীগের সভাপতি মাসুদুর রহমান (মাসুদ) এবং সঞ্চালনা করেন জার্মান আওয়ামী লীগের সহসভাপতি নুরজাহান খান নুরি ও বার্লিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সূর্য কান্ত ঘোষ।
সভায় বক্তব্য রাখেন কবি দাউদ হায়দার, রানা ভূঁইয়া, শাহ আলম, শেখ রেদোয়ান, ওয়াদুত মিয়া, পরাগ আলম, প্লাবন ভুইয়া, রিমন আহমেদ, আলম, রুবেল শরিফ, নুরুল হক, বদিউজজামান, রনি মাতুব্বরসহ আরও অনেকে। বক্তারা বঙ্গবন্ধুর অবদান এবং তার পরিবারের আত্মত্যাগ শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। প্রধান বক্তা নূরে আলম সিদ্দিকী রুবেল প্রবাসে দলের দুঃসময়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
Leave a Reply