হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরের বাসিন্দা ও উপজেলা ছাত্রলীগের সক্রিয় নেতা আল রাজি অনিক ও সাইফুর রাব্বিকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ।
৬ জুলাই শনিবার রাতে চুনারুঘাট পৌরসভার হাজীপুর বিলপাড়ার বাসিন্দা ব্যবসায়ী জামিল আহমেদ সুমনকে মারধরের অভিযোগ তাদরকে আটক করা হয় । এ ঘটনায় তিনি চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার রাত ৮:২০ মিনিটে চুনারুঘাট বাজারের রাজ্জাক ট্রেডার্স নামক দোকানের সামনে পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ী সুমনের ওপর ছাত্রলীগ নেতা অনিকের নেতৃত্বে সাইফুর রহমান রাব্বি আরও কয়েকজন অতর্কিতভাবে হামলা চালায়। বাদী অভিযোগ করেন, এ সময় তাকে লাঠি ও পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বেধড়ক মারধর করা হয়। হামলার ফলে শরীরের বিভিন্ন স্থানে জখম হয় এবং স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়ার পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে জানা গেছে, আটকৃতরা ছাত্রলীগের প্রভাবশালী নেতা। তাদেরকে ছাড়িয়ে নিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক স্থানীয় নেতা তদবির চালাচ্ছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। তবে বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। সাইফুর রাব্বি ও অনিকের উপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ ছাত্রদের উপর ছাত্রলীগের হয়ে হামলার অভিযোগও রয়েছে।
Leave a Reply