শনিবার, ০৫ Jul ২০২৫, ০৯:৪৭ পূর্বাহ্ন

বাছিরগঞ্জ বাজারে ৩ ঘণ্টায় কোটি টাকার মাছ বিক্রি

বাছিরগঞ্জ বাজারে ৩ ঘণ্টায় কোটি টাকার মাছ বিক্রি

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ সবচেয়ে বড় মাছের বাজারের নাম বাছিরগঞ্জ। শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের সুতাং বাজারের কাছেই এ বাজার। পাইকারি এ বাজারে পাওয়া যায় পুকুর, হাওর, নদ-নদী ও মুক্ত জলাশয়ের তরতাজা সব মাছ। এ বাজার জমে সকাল ৬টায়, শেষ হয়ে যায় ৯টার মধ্যে। মাত্র তিন ঘণ্টায় এ বাজারে কেনাবেচা হয় কোটি টাকার মাছ। ঢাকা-সিলেট মহাসড়কের সন্নিকটে সুতাং নদীর তীরে স্বাধীনতার পরপরই এ বাজারটি চালু হয়। প্রাচীন এ বাজারে দেশি-বিদেশি প্রজাতির রুই, কাতল, বোয়াল, শিং-মাগুরসহ নানা তাজা মাছ পাওয়া যায়। কাকডাকা ভোরে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, কুমিল্লা, খুলনা, রাজশাহী সহ বিভিন্ন জেলা থেকে ট্রাক, মিনি ট্রাকে করে আসতে থাকে মাছ। গাড়িতে পলিথিনে মোড়ানো পানিতে তাজা মাছ নিয়ে ব্যস্ত হয়ে যান ব্যাপারীরা। ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে জমজমাট হয়ে ওঠে বাজার। টমটম, সিএনজিচালিত অটোরিকশা বা অন্যান্য গাড়িতে করে সেই মাছ খুচরা বিক্রেতারা নিয়ে যান হবিগঞ্জের বিভিন্ন উপজেলার বাজার গুলোতে। পাইকারি এ মাছের বাজারে সারা বছরই পাওয়া যায় ইলিশ, রুই, কাতল, বোয়াল, আইড়, বাইম, গুলসা, চিংড়িসহ নানা জাতের মাছ। বাছিরগঞ্জ বাজারে ২৫টি আড়ত রয়েছে। মৌসুমে হবিগঞ্জের লাখাইর ছাইরা বিলসহ ছাড়াও পার্শ্ববর্তী হাওরের মাছও এ বাজারে বিক্রি হয়।
বাছিরগঞ্জ বাজার মৎস্য আড়ত মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. আরব আলী জানান, স্বাধীনতার পর পরই সুতাং রেল স্টেশনের পাশে এ বাজার যখন শুরু হয়। তখন শুধু ইলিশ মাছ বিক্রি হতো। ব্যবসায়ী ছিলেন ৭/৮ জন। এখন সব রকম মাছই এখানে বিক্রি হয়। হবিগঞ্জের সবচেয়ে বড় এ মাছের বাজারে প্রতিদিন প্রায় কোটি টাকার মাছ কেনাবেচা হয়। অর্ধশত বছরের পুরনো এ বাজারে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত চলে বেচাকেনা। বাজার কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, বাছিরগঞ্জ মসজিদ মার্কেটের যে জায়গায় বাজার চালু রয়েছে, সেখানে জায়গার স্বল্পতা রয়েছে। রোদ-বৃষ্টি হলে ব্যবসায়ীদের কষ্ট হয়। বাজারের উন্নয়নে তিনি প্রশাসনের দৃষ্টি কামনা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com