স্টাফ রিপোর্টার ॥ নিয়ন্ত্রণ হারিয়ে ৩ বস্তা গাঁজা সহ ঢাকা মেট্রো গ ২৯-৭২০৪ নাম্বারের একটি প্রাইভেট কার খাদে পড়ে যায়। বৃহস্পতিবার রাত আনুমানিক ৮,টার দিকে আমুরোড বাজার – আমু চা-বাগান সড়কে কালামন্ডল নামক স্থানের পাশের খাদে পড়ে যায়। ড্রাইভার পালিয়ে যায়। ঘটনা স্থলে গুইবিল বিওপির একদল বিজিবি উপস্থিত হন। উপস্থিত জনতার সামনে গাঁজার বস্তা উদ্ধার করে জব্দ করেন। গাড়ি জায়গায় রেখেই গাঁজা নিয়ে বিজিবি ঘটনাস্থল ত্যাগ করেন। এর কিছুক্ষণের মধ্যেই চুনারুঘাট থানার এসআই মামুনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনা স্থলে আসেন। তারা ঘটনা স্থল পরিদর্শন করেন এবং আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করেন। এ প্রতিবেদক বিজিবির কাছে মালামাল এর পরিমাণ জানতে চাইলে তারা বক্তব্য দিতে অনিহা প্রকাশ করেন। তবে, আশপাশের লোকজন বলছেন ৩ বস্তায় ৬০ কেজি গাঁজা থাকতে পারে।
Leave a Reply