বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল মডেল থানা পুলিশের অভিযানে আ.লীগ নেতা হারুনুর রশীদ(৩৮)কে গ্রেফতার করা হয়েছে, গত মঙ্গলবার ১ জুলাই দিবাগত রাত ২ টার দিকে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের মৃত আব্দুল হেকিম মিয়ার ছেলে মোঃ হারুনুর রশীদ দীর্ঘদিন যাবত আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত রয়েছেন। তিনি সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি,সাবেক ইউনিয়ন যুবলীগের সভাপতি ও বর্তমানে ৭নং ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বপালন করে আসছেন। পুলিশ জানায় গত ১৮ জুন ভাদেশ্বর ইউনিয়নের নতুন বাজারে বিএনপির অফিসে হামলা ও ভাংচুর চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়।এ ঘটনায় বিএনপি নেতা সাদেক চৌধুরী দাবী হয়ে ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মী সহ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীর বিরুদ্ধে বাহুবল মডেল থানার মামলা নং ১২/৬/২৫ দায়ের করেন। ঐ মামলায় ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হারুনুর রশীদ(৩৮)কে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম।
Leave a Reply