বৃহস্পতিবার, ০৩ Jul ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চালু হচ্ছে  বৃন্দাবন কলেজের বাস সার্ভিস

চালু হচ্ছে  বৃন্দাবন কলেজের বাস সার্ভিস

স্টাফ রিপোর্টার ॥ গতকাল বুধবার বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষার্থীরা কলেজ বাস সার্ভিস পুণরায় চালু করা প্রসঙ্গে অধ্যক্ষ বরাবরে শিক্ষার্থীদের স্বাক্ষর সংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করার পর অধ্যক্ষ প্রফেসর এ. কে. এম. মাসুদুল হক শিক্ষার্থীদের আশ্বাস দেন আগামী এক মাসের মধ্যে কলেজের বাস সার্ভিস পুণরায় চালু করা হবে। দীর্ঘদিন ধরে চলমান আন্দোলনের ধারাবাহিকতায় এই স্মারকলিপি প্রদান করা হয়। এ কর্মসূচিতে কলেজের অনার্স, মাস্টার্স ও ডিগ্রি পর্যায়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আবারও চালু হতে যাচ্ছে কলেজ বাস, যা শিক্ষার্থীদের চলাচল ব্যবস্থাকে সহজ করবে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ২০১৯ সালে প্রথম বারের মতো কলেজের নিজস্ব পরিবহন ব্যবস্থা চালু হয়েছিল। কিন্তু করোনা মহামারির কারণে সে সেবা দীর্ঘস্থায়ী হয়নি। পরবর্তীতে শিক্ষার্থীরা পরিবহন সেবা পুণরায় চালুর দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছিলেন। এর ফলে জেলার বিভিন্ন প্রান্তিক শিক্ষার্থীরা উচ্ছাস প্রকাশ করেছেন। তারা বলেন বিভিন্ন উপজেলা থেকে নিয়মিত কলেজে উপস্থিত হওয়া অনেক কষ্টসাধ্য। কলেজ বাস চালু হবার ফলে যাতায়াতের কষ্ট লাঘব হবে। নিয়মিত শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com