মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ১৫ জন অসচ্ছল প্রতিবন্ধীর মধ্যে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ ভবনের সামনে উপজেলা প্রশাসন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র আয়োজনে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন বয়সের ১৫ জন শারীরিক প্রতিবন্ধী নারী- পুরুষ- শিশুর মধ্যে একটি করে হুইল চেয়ার বিতরণ করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মুজিবুল ইসলাম, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ফারজানা বিনতে মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধবপুরে সভাপতি সিরাজুল ইসলাম তানজিল,প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিস সহকারী মোঃ ইকবাল হোসেন খাঁন, মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply