মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা পরিষদের (এডিপি) বরাদ্দ হতে একটি করে নতুন সেলাই মেশিন পেয়েছেন সমাজে নানাভাবে পিছিয়ে থাকা অচ্ছল ও দুঃস্থ পরিবারের ১৬ নারী। গ্রামীণ জনপদে ঘরে বসে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে মাধবপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এ আয়োজন করে। গতকাল বুধবার (২ জুলাই ) সকালে উপজেলা নিবার্হী অফিসার কার্যালয়ে এসব অস্বচ্ছল নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিয়েছেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নিবার্হী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম।এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম, উপজেলা প্রকৌশলী রেজাউল নবী প্রমুখ।
Leave a Reply