স্টাফ রিপোর্টার ॥ যানজট নিরসনে হবিগঞ্জ শহরে সেনাবাহিনীর সহযোগিতায় অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল মঙ্গলবার সকালে হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরীর নেতৃত্বে একটি দল শহরের বিভিন্ন স্পটে অভিযান চালায়। হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সামনে, শায়েস্তানগর পয়েন্ট, থানার মোড়, হাসপাতাল সড়ক, বাইপাস রোড, নতুন বাস টার্মিনাল এলাকা, মোত্তালিব চত্ত্বর ও চৌধুরী বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চলাকালে রাস্তার পাশে অবৈধ ও ভাসমান দোকানপাট, বিভিন্ন অবৈধ স্থাপনা, ফুটপাটে রাখা মালামাল ইত্যাদি উচ্ছেদ করা হয়। এ সময় অবৈধ দোকান স্থাপনের অভিযোগে একজন ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকারী দলের পক্ষে মাইকে ঘোষনা করে জানানো হয় যে পরবর্তীতে অবৈধ স্থাপনা বসালে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল জানান হবিগঞ্জ শহরের যানজট নিরসনে সেনাবাহিনী ও প্রশাসনের সহযোগিতায় এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply