নিজস্ব প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার পুরাইকলা গ্রামের মানুষ যেন নিজ ভুমে থেকেও পরবাসী। স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও গ্রামটির প্রধান যোগাযোগ মাধ্যম পুরাইকলা-বাঘাসুরা সড়কের এখনো উন্নয়ন হয়নি। বেহাল রাস্তার কারণে প্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছে প্রায় পাঁচ হাজার মানুষকে। স্থানীয় ব্যবসায়ী এখলাছুর রহমান জানান, ‘পুরাইকলা গ্রামের মানুষের সবচেয়ে বড় কষ্ট এই রাস্তাটি। প্রায় ৫ হাজার মানুষের যাতায়াতের একমাত্র পথ এটি। দুইটি স্কুল ও একটি মাদ্রাসার শিক্ষার্থী ছাড়াও ২-৩ শতাধিক নারী-পুরুষ প্রতিদিন কর্মস্থলে যাতায়াত করেন এই সড়ক দিয়ে। গ্রামের লোকজন জানায়, মন্ত্রী-এমপি ও জনপ্রতিনিধিরা উন্নয়নের আশ্বাস দিলেও বাস্তবে কোনো কাজ হয়নি। জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, এলজিইডি-সহ বিভিন্ন দপ্তরে বারবার আবেদন করেও কাজের কাজ কিছু হয়নি। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘স্বাধীনতার এত বছর পরও আমরা উন্নয়ন বঞ্চিত। এই রাস্তা নিয়ে বহু নেতা প্রতিশ্রুতি দিলেও কেউ কথা রাখেননি। সামান্য বৃষ্টিতেই সিএনজি-অটোরিকশা চলাচল বন্ধ হয়ে যায়, গ্রামের ভেতরে চলাচল দুর্বিষহ হয়ে ওঠে। এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহেদ বিন কাশেম বলেন, ‘পুরাইকলা গ্রামের রাস্তার সমস্যাটি আমাদের নজরে এসেছে। সমাধানের জন্য চেষ্টা চলছে।’
Leave a Reply