মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন

প্লাস্টিক কারখানায় ডাকাতির ঘটনায় চুনারুঘাটের একজনসহ গ্রেফতার তিন

প্লাস্টিক কারখানায় ডাকাতির ঘটনায় চুনারুঘাটের একজনসহ গ্রেফতার তিন

স্টাফ রিপোর্টার ॥ জেলার আপন প্লাস্টিক কারখানায় ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার রাতে জাঝর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো,চুনারুঘাট থানার মাজিশাইল গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে মো. কাউছার মিয়া (৩৫), ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার চমদাখালী গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে সাব্বির হোসেন রাজিব (২৫), ও গাজীপুর জেলার সদর থানার কুমুন এলাকার নাসিরের ছেলে মো. শাখাওয়াত হোসেন ওরফে সৈকত (২৬)। গাছা থানার ওসি মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৩ জুন রাতে গাছা থানার ঈশ্বড্ডা এলাকার আপন প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ কারখানায় একদল ডাকাত ঢুকে প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে ভুক্তভোগী বাদী হয়ে গাছা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পর পুলিশ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জাঝর এলাকা থেকে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চায়নিজ কুড়াল, সুইচ গিয়ার, হেসকো ব্লেডসহ হাতল, সিজার, টেস্টার, সেলাই রেঞ্চ জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে থানায় ইতিপূর্বে বিভিন্ন মামলা রয়েছে। তারা তিনজনই সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com