মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও পৌর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন শিক্ষার্থীদের সাধারন শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। বিগত সরকার শিক্ষা ব্যবস্থাটাকে ধবংস করে গেছেন। সেখানে মেধার কোন মূল্য ছিল না। শিক্ষার্থীরা খাতায় লিখতে পারুক আর নাই পারুক তাদের গড়ে পাশ করে দেয়া হতো। আর এবার হয়েছে মেধা যাচাইয়ের পরীক্ষা তাই পাসের হার কমেছে। আগামীদের যাতে করে শিক্ষার্থীরা ভাল ফলাফল করতে পারে সে দিকে অভিভাবক, শিক্ষকসহ আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি বৃহস্পতিবার বিকালে মাধবপুর পৌর দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মাদ্রাসা সুপার ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং প্রেসকাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি’র সঞ্চালনায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হামিদুর রহমান, সাবেক কাউন্সিলর আবজাল পাঠান,সামসু মিয়া মেম্বার, বৈষম্য বিরুদ্ধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সিরাজুল ইসলাম তানজিল, অভিভাবক সদস্য ইসমাঈল মিয়া, অভিভাবক রহমত আলী সর্দার, কন্টু মিয়া, আমিরুল ইসলাম, দুলাল মিয়া, শরিফ মিয়া প্রমুখ।
Leave a Reply