নিজস্ব প্রতিনিধি ॥ গতকাল বৃহস্পতিবার জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে গত ২৪ ঘণ্টায় নরসিংদী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ মোট ২৭ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে নিয়মিত মামলা ও পরোয়ানামূলে গ্রেফতার হয়েছেন ২৫ জন এবং মাদক ও চোরাচালানের ভারতীয় পণ্যসহ গ্রেফতার হয়েছেন আরও দুজন। বেলাবো থানা পুলিশ একটি বড় ধরনের চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করেছে। বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি পুরাতন ঔঅঈ ঊহবৎমুঢ়ধ পিকআপ ভ্যান থেকে ভারতীয় শাড়ি ৬০ পিস, ১০৫ কার্টন ভারতীয় সিগারেট, ৮৪০ পিস অঘঞও-উটখখঘঊঝঝ ঋঅঈঊডঅঝঐ, ৩৯ বক্স চঅঘও ঊণঊডঊঅজ, ঝঈঙঞঈঐ ঝটঘএখঅঝঝঊঝ এবং ৩৮,০০০ পিস লেবু জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ১৪,৫১,৯৮০ টাকা।
এ ঘটনায় চোরাচালানে জড়িত থাকার অভিযোগে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার পারভেজ মিয়া (২৫) এবং হবিগঞ্জ জেলার বাহুবল থানার রায়হান আহম্মেদকে (২৪) গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply