স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা পরিষদের বিভিন্ন অফিসে কাজ করে দেয়ার আশ^াস দিয়ে টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানাযায়, মোশাররফ মিয়া নামের একব্যক্তি বিভিন্ন জনের কাছ থেকে কাজ করার কথা বলে টাকা হাতিয়ে নেন। এ প্রতারনার অভিযোগে মোশাররফ মিয়া (২৭) কে সেনাবাহিনী আটক করেছে।
গতকাল বৃহস্পতিবার (১৪) আগস্ট বিকেলে বানিয়াচং উপজেলা পরিষদের সামন থেকে তাকে আটক করে বানিয়াচং থানায় সোপর্দ করা হয়েছে। সে উপজেলার ১নম্বর ইউনিয়নের নন্দীপাড়া গ্রামের মখলিছ মিয়ার পুত্র।
সেনাবাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত মোশাররফ মিয়া উপজেলা পরিষদের সামনে বসে সাধারণ মানুষকে অফিসে বিভিন্ন কাজ করিয়ে দেবে মর্মে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিল। পরবর্তীতে সে কাজ না করে টাকা নেওয়ার বিষয় নিয়ে ভুক্তভোগীদের সাথে প্রতারণা করে। তাছাড়া বানিয়াচং সেনা ক্যাম্পের অফিসার ও স্থানীয় পরিষদের অফিসারদের নাম ভাঙ্গিয়েও অসংখ্য মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এরই প্রেক্ষিতে সেনাবাহিনীর একটি দল উপজেলা পরিষদের সামন থেকে তাকে আটক করেন। পরে সেনাবাহিনীর জিঙ্গাসাবাদে সে তার অপরাধ স্বীকার করে। সেনাবাহিনী জানান,এই ঘটনা ছাড়াও বানিয়াচং থানায় মোশাররফ কয়েকটি এজাহারভূক্ত মামলার আসামি বলে তাকে থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply