চুনারুঘাট উপজেলা পরিষদের প্রত্যাহার কৃত ভাইস চেয়ারম্যান মরহুম মাওলানা আব্দুল কাইয়ুম তরফদার এর শোক সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বাদ আছর পাইকপাড়া জামে মসজিদে বাংলাদেশ ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান ফোরাম আয়োজিত শোক সভা ও মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান ফোরামের আহবায়ক রামু উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ সিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক লৌহজং উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ জামাল,গোয়াইনঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক গোলাম আম্বিয়া কয়েস,হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান যুগ্ম আহ্বায়ক মাহবুবুররহমান আউয়াল, ছাতক উপজেলা ভাইস চেয়ারম্যান যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ,যুগ্ম আহ্বায়ক – খাইরুন আক্তার, বিজয়নগর উপজেলা ভাইস চেয়ারম্যান যুগ্ম আহ্বায়ক লিটন মুন্সী, শায়েস্থাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান যুগ্ম আহবায়ক আফজাল হোসেন, সরাইল উপজেলা ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় সদস্য সচিব – হানিফ আহমেদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলহাজ্ব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, মাওলানা হারুনুর রশিদ, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি আলহাজ্ব আব্দুল জাহির মেম্বার, উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা মোঃ ইয়াকুত মিয়া, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম তালুকদার দুলাল ইসলামী ছাত্রসেনা সভাপতি হাফেজ শামসুল ইসলাম জাকি ও মরহুমের ছোট ভাই মোঃ আক্তারুজ্জামানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে মিলাদ ও দোয়ায় মরহুম মাওলানা আব্দুল কাইয়ুম তরফদার এর রুহের মাগফেরাত কামনা করেন। উল্লেখ্য যে ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল কাইয়ুম তরফদার গত মঙ্গলবার ইন্তেকাল করেন।
Leave a Reply