নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় শিশু পার্ক ও উপজেলা পরিষদ পুকুরপাড় সংলগ্ন ওয়াকওয়ে নির্মাণ কাজের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উদ্বোধনের পর বেলা ১২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুঃস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন, চেক ও আর্থিক অনুদান, ভ্যান ও ভ্রাম্যমাণ দোকান বিতরণ এবং ক্ষুদ্রঋণ প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক নির্মাণ কাজের গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং পরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, থানার ওসি (তদন্ত) দুলাল মিঞা, উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ, উপজেলার সমবায় অফিসার বিদুৎ দাশ, উপজেলা পল্লী জীবিকায়ন প্রকল্প কর্মকর্তা সাকিল আহমদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া প্রমুখ।
Leave a Reply