নিজস্ব প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়ন পরিষদে জঙ্গিবাদ দমন, মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন রোধ, যৌতুক নিরোধ ও মানসম্মত শিক্ষার বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান বলেন, নির্ধারিত সরকারি ফ্রি ব্যতীত বেশি নিলে পরের দিন সচিব জায়গায় থাকবে না। তিনি আরও বলেন, আধুনিক শিক্ষায় এগিয়ে যেতে হলে মাল্টিমিডিয়া মাধ্যমিক পাঠদানের মাধ্যমে শিক্ষার উন্নতি ঘটাতে হবে। আমাদের অভিভাবকদের লক্ষ্য রাখতে হবে যাতে এসএসসি পরীক্ষার আগে ছাত্র-ছাত্রীদের হাতে স্মার্টফোন না দেওয়া হয়। সামর্থ্য থাকলে তাদের ল্যাপটপ দেওয়া যেতে পারে।
গতকাল মঙ্গলবার বিকেলে কুর্শি ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ। সুহেল আহমদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রহুল আমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার প্রমুখ।
Leave a Reply