শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ আগামী ১৩ আগস্ট ঢাকায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য শিক্ষক সমাবেশকে সফল করার লক্ষ্যে গত মঙ্গলবার (৫ আগস্ট) শায়েস্তাগঞ্জে এক মতবিনিময় ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জহুর চান বিবি মহিলা কলেজে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোট, হবিগঞ্জ জেলার সমন্বয়কারী অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। আইসিটি অ্যাম্বেসেটর বদরুজ্জামানের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোট সিলেট বিভাগের সমন্বয়কারী অধ্যক্ষ আফজাল হোসেন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন বাহুবল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহীন, বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যক্ষ ফজলুল হক তরফদার আবিদ, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ, যুগ্মমহাসচিব অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম। বক্তব্য রাখেন নুরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুহিবুর রহমান, শানখলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, জহুর চান বিবি মহিলা কলেজের প্রভাষক মো.রফিকুল ইসলাম, মীরপুর গার্লস স্কুল এন্ড কলেজের প্রভাষক সোহানুর ইসলাম, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মীর এখলাসুর রহমান, শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এন্ড হাই স্কুলের সিনিয়র শিক্ষক আমিনুল ইসলাম, পঞ্চাশ স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক তাহমিনা আক্তার, মোজাহের উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জুয়েল মিয়া প্রমুখ। এতে উপজেলার স্কুল -কলেজ -মাদ্রাসার শিক্ষকগণ উপস্থিত ছিলেন। ১৩ আগস্ট ঢাকা প্রেসক্লাবে জাতীয়করণ প্রত্যাশী জোট এর কর্মসূচি বাস্তবায়ন করা ঐক্যবদ্ধভাবে দাবি আদায় করার জন্য সকল পর্যায়ের শিক্ষক কর্মচারীরা কর্মসূচিতে অংশগ্রহণ করার নিমিত্তে ঐক্যমত পোষণ করেন।
Leave a Reply