স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বৈষম্য বিরোধী মোস্তাক হত্যা মামলায় কারাগারে আছেন বাহুবলের মিরপুরের দুলাল মিয়া ওরফে রাডার দুলাল। তিনি পশ্চিম জয়পুর গ্রামের বাসিন্দা। মোস্তাক হত্যা মামলায় তিনি কারাগারে থাকলেও ঢাকার যাত্রাবাড়ী থানার হত্যা মামলার আসামি করা হয়েছে। আলাউদ্দিন বাদী মামলা করেন। এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়নি বলে জানা গেছে। এলাকাবাসী তাকে যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেফতার দেখানোর দাবি জানিয়েছেন।
অভিযোগ রয়েছে, দুলাল ওরফে রাডার দুলাল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। ক্ষমতাসীন দলের নেতা হওয়ার পর থেকেই বিগত সরকারের আমলে জোর করে জমি দখল, সুদের ব্যবসা, বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণসহ নিজস্ব লোকজন নিয়ে এলাকায় শুরু করেন আধিপত্য বিস্তার। এলাকাবাসী জানান, এক সময় যার কিছুই ছিলো না, শুধুমাত্র সরকারি দলের প্রভাব খাটিয়ে তিনি আজ মেসার্স তাসিন ব্রিকস, মেসার্স সামিন ব্রিকস সহ ৪টি ব্রিকস ফিল্ড রয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে একাধিক বাড়ি ও মার্কেট রয়েছে তার। পাশাপাশি হবিগঞ্জ শহরের সিনেমা হল এলাকায় দুইটি বাড়ি, ঢাকায় ফ্ল্যাট সহ বিভিন্ন স্থানে বাসা বাড়ি রয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়াসহ নতুন মামলায় তাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।
Leave a Reply