স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলা সদরের বাল্লা সড়কে অর্শ গেজ চিকিৎসার সাইনবোর্ড ঝুলিয়ে অপচিকিৎসা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। জাহাঙ্গীর আলম নামের এই হাতুড়ে চিকিৎসক নামের আগে ডাঃ জাহাঙ্গীর আলম পদবীও সাইন বোর্ডে উল্লেখ করেছিলেন। গতকাল দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকায় সংবাদ প্রকাশের পর সকালেই সুচতুর কথিত ডাঃ জাহাঙ্গীর আলম সাইন বোর্ডে নামের আগে ডাঃ মুছে দিয়ে হদুল কালিতে ‘মোঃ জাহাঙ্গির আলম’ নাম যুক্ত করেছেন। কিন্তুু তার এই অপচিকিৎসা থেকে এখনো সরে আসেন নি। চুনারুঘাট উপজেলা সদরের গুরুত্বপূর্ণ একটি এলাকায় দীর্ঘ দিন যাবৎ কথিত ডাঃ জাহাঙ্গীর আলম এই অপ চিকিৎসা নির্বিঘ্নে চালিয়ে আসলেও চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিষয়টি নজরে আসেনি। এ বিষয়ে অনেকেই জানিয়েছেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসবের প্রতি কোন নজর নেই। তিনি স্থানীয় লোক বিধায় চুনারুঘাটে গজিয়ে উঠা ডায়াগনষ্টিক সেন্টার ও কথিত হাসপাতালগুলোর সাথে আঁতাত করে নিজের আখের গোচাতেই ব্যাস্ত।
Leave a Reply