স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলা সদরের বাল্লা সড়কে অর্শ গেজ চিকিৎসার সাইনবোর্ড ঝুলিয়ে অপচিকিৎসা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। জাহাঙ্গীর আলম নামের এই হাতুরে চিকিৎসক নামের আগে ডাঃ পদবীও সাইন বোর্ডে উল্লেখ করেছেন। তার নিজস্ব কোন চেম্বার নেই। বাসার ভেতরেই গ্রামের সাধারণ মানুষকে পঠিয়ে দীর্ঘদিন যাবৎ এই অপচিকিৎসা চালাচ্ছেন। মহিলা রোগীদের জন্য মহিলা চিকিৎসক থাকার কথা প্রচার করলেও কে সেই মহিলা চিকিৎসক তার পরিচয় দিতে পারেননি। গ্রাম বাংলার সাধারণ মানুষকে চটকদার সাইনবোর্ড ও অপপ্রচার চালিয়ে চিকিৎসার নামে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন এ অপ-চিকিৎসক। এ ব্যাপারে কথিত ডাঃ জাহাঙ্গীর আলমের সাথে মুঠো ফোনে কথা বললে তিনি জানান, চেম্বার নেই, বাসায়ই অর্শ ও পাইলস চিকিৎসার কথা স্বীকার করেন। কথিত ডাঃ জাহাঙ্গীর আলম চটকদার সাইনবোর্ড ঝুলিয়ে বছরের পর বছর এই অবৈধ উপায়ে অপচিকিৎসা করে সাধারণ মানুষের টাকা হাতিয়ে নিচ্ছেন। এ ব্যাপারে চুনারুঘাট স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
Leave a Reply