বিজয় ডেস্ক ॥ জেলার আক্কেলপুরে অভিযান চালিয়ে মাদকসহ তিন কারবারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতারকৃতরা হলেন, বদলগাছি উপজেলার তেতুলিয়া গ্রামের জাকির হোসেনের ছেলে আক্কেল আলী (৩২), তার স্ত্রী রাজেনা খাতুন (২৬) ও কাবিলের স্ত্রী মর্জিনা খাতুন (২৮)। র্যাব-৫ সিপিসি ৩ জয়পুরহাট ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে র্যাব সদস্যরা আক্কেলপুরের সোনামূখী এলাকায় অভিযান চালায়। সেখান থেকে ওই তিনজনকে ১৪ কেজি গাঁজা, ২টি মোবাইল, ১টি অটোরিকশাসহ আটক করা হয়। র্যাব জানিয়েছে, আটককৃতরা এলাকায় চিহ্নিত মাদক কারবারি। তারা আন্তঃজেলা মাদকচক্রের সদস্য। দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে সিলেট-হবিগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে খুচরা ও পাইকারি বিক্রয় করে আসছিলেন। আটকদের বিরুদ্ধে আক্কেলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
Leave a Reply