স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আওয়ামীলীগের পতন থেকে আমাদের শিক্ষার আছে। আওয়ামীলীগ মানুষকে মানুষ মনে করেনি, মানুষের চলাফেরা চিন্তা চেতনার স্বাধীনতা কেড়ে নিয়েছিল। আওয়ামীলীগ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে নির্বাচন ব্যবস্থাকে পঙ্গুত্বের দিকে ঠেলে দিয়েছিল। আওয়ামীলীগ গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন কায়েম করেছিল। তিনি গতকাল শুক্রবার রাতে হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের ৩টি ভোট সেন্টার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। জি কে গউছ আরও বলেন- আমরা যারা বিএনপি করি আমরা গর্ববোধ করি। কারণ আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র জাতিকে উপহার দিয়েছিলেন। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া লড়াই করে এরশাদের পতন নিশ্চিত করে দেশের গণতন্ত্রকে স্বৈরশাসন থেকে মুক্ত করেছিলেন। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরলস চেষ্টার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। আমরা যখন মাঠে ছিলাম, আমাদের ছাত্র যুবক শ্রমিকের মধ্যে যে ইসপাত কঠিন ঐক্য গড়ে উঠেছিল, সেখানে কোনো দল কোনো ধর্ম কোনো গোষ্টির কাছে মাথা নত না করে আমাদের একটাই টার্গেট ছিল শেখ হাসিনাকে পরাজিত না করে আমরা কেউ ঘরে ফিরে যাবো না। সেই দিন আমাদের প্রেরণার উৎস ছিল জনাব তারেক রহমান। সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট হাজী নুরুল ইসলাম ও হাজী এনামুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, সিনিয়র সহ সভাপতি আজম উদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট আফজাল হোসেন, জেলা বিএনপি নেতা সৈয়দ রিয়াজ উদ্দিন আহমেদ, তেঘরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শিপন আহমেদ আছকির, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিলু প্রমুখ।
Leave a Reply